সহজেই ডট কম https://shohozeii.blogspot.com/2020/06/blog-post_46.html

যেসব ফিচার নিয়ে আসবে অ্যাপেল ওয়াচ সিরিজ ৬



বছরের শেষ দিকে আইফোনের সঙ্গে বাজারে আসবে অ্যাপল ওয়াচ সিরিজ ৬। বরাবরের মতোই ওএলইডি ডিসপ্লেসহ আসবে নতুন অ্যাপল ওয়াচটি।

এর সঙ্গে দুই পাশে থাকবে চামড়ার বেল্ট। একবার চার্জে টানা দুইদিন সচল থাকবে অ্যাপল ওয়াচটি।

এতে থাকবে অপারেটিং সিস্টেম ওয়াচওএস ৭। ওয়াচ সিরিজ ১ ওয়াচ সিরিজ ২ বাদে অন্য সব অ্যাপলওয়াচে ওএসটি কাজ করবে।ওএসটির কারণে স্লিপ ট্র্যাকিং সম্ভব হবে। কতোক্ষণ ঘুম হয়েছে, ঘুমের মান কেমন ছিল তা ফিচারটি থেকে জানা যাবে।

ওয়ার্কআউট অ্যাপের মাধ্যমে বলিউড, কারডিও ড্যান্স, হিপ-হপ ও লাটিন ধাঁচের নাচ ট্র্যাক করা যাবে। নাচতে নাচতে কতো ক্যালোরি কমলো বা হৃদস্পন্দনের গতি কতো তা জানা যাবে।

কোভিড-১৯ রোগ মোকাবিলায় আরও থাকবে অটোমেটিক হ্যান্ড ওয়াশিং ডিটেকশন। ওয়্যারেবল ডিভাইসে এরকম ফিচার এবারই প্রথম আসছে। বাইরে থেকে বাসায় আসা মাত্র ফিচারটি হাত ধোয়ার কথা মনে করিয়ে দেবে। ২০ সেকেন্ডের কম সময় ধরে হাত ধোয়া শেষ করলেও সতর্কবার্তা দেবে।

এছাড়াও, বেশি ভলিউম দিয়ে হেডফোন ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই ভলিউম কমানোর ফিচার থাকবে ওয়াচ সিরিজ ৬ এ। টানা ৭দিন ১০০ শতাংশ ভলিউম দিয়ে হেডফোন ব্যবহার করলে ফিচারটি সতর্কবার্তা দেখাবে।

অন্যদের সাথে শেয়ার করুন:

0 টি মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে কমেন্ট করুন ??

সহজেই ডট কম কী?