সহজেই ডট কম https://shohozeii.blogspot.com/2020/06/blog-post_71.html

নতুন ব্যবহারকারীর ডেটা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট করবে গুগল


নির্দিষ্ট সময় পর পর নতুন ব্যবহারকারীদের ডেটা ডিলিটের ঘোষণা দিয়েছে গুগল।এক ব্লগ পোস্টে সুন্দর পিচাই জানিয়েছেন, এখন থেকে গুগল তিনটি বিষয় মেনে চলবে। তারা ব্যবহারকারীর তথ্য নিরাপদে রাখবে, তথ্যের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল হবে এবং ব্যবহারকারীর হাতে তথ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে।গুগলের অনেক সেবা যেমন গুগল ক্রোম, ইউটিউব ও ম্যাপস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়ে থাকে। তবে এখন থেকে নতুন গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীর ক্ষেত্রে প্রতি ১৮ মাস পর পর সংরক্ষিত ডেটা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে বলে ঘোষণা দিয়েছে তারা। এসব ডেটার মধ্যে থাকবে সার্চ হিস্ট্রি, লোকেশন হিস্ট্রি, গুগল অ্যাসিস্ট্যান্টকে দেওয়া ভয়েস কমান্ড।গত বছর থেকেই ব্যবহারকারীদেরকে ৩ মাস বা ১৮ মাস পর পর সংরক্ষিত ডেটা ডিলিটের সুবিধা দিচ্ছে গুগল। কিন্তু ফিচারটি বাই ডিফল্ট হিসেবে কাজ করে না। প্রতিবার অ্যাক্টিভিটি পেইজে গিয়ে পুরানো ব্যবহারকারীদেরকে ম্যানুয়ালি সব ডেটা ডিলিট করতে হয়। নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে বাই ডিফল্ট ১৮ মাস পর পর সব ডেটা ডিলিট হয়ে যাবে।

অন্যদের সাথে শেয়ার করুন:

0 টি মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে কমেন্ট করুন ??

সহজেই ডট কম কী?