সহজেই ডট কম https://shohozeii.blogspot.com/2020/06/blog-post_24.html

ক্লাস নিতে নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি ব্র‍্যাক ইউনিভার্সিটির


শিক্ষাদানের কাজে নিজস্ব অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, হার্ভার্ড ও এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে ‘বিইউএক্স’ অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। ইন্টারনেটের গতি কম থাকলেও প্ল্যাটফর্মটির মাধ্যমে ক্লাস করা যাবে।ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং জানিয়েছেন, ‘বিইউএক্স’ এ জুম এর মতো ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার করে ক্লাস নেবেন শিক্ষকরা। শিক্ষা পদ্ধতির এই রুপান্তর কোর্স আধুনিকায়নের সুযোগ ঘটিয়ে আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি আরও জানান, ‘শিক্ষার্থীদের ইন্টারনেট প্যাকেজ এবং ব্রডব্যান্ড সহায়তা দেওয়া হবে। প্রয়োজন হলে দুস্থ শিক্ষার্থীদের হার্ডওয়্যার প্রদান করা হবে।শিক্ষার্থীদেরকে উন্নতমানের ইন্টারনেট সুবিধা দিতে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ডের অর্থ ব্যয় করা হবে।

অন্যদের সাথে শেয়ার করুন:

0 টি মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে কমেন্ট করুন ??

সহজেই ডট কম কী?