সহজেই ডট কম https://shohozeii.blogspot.com/2020/06/blog-post_39.html

এক যে আছে পোকেমন গো দাদু!


মোবাইল গেইম পোকেমন গো যখন উন্মোচন করা হয়েছিল, কতই না অদ্ভূত ঘটনার সাক্ষী হয়েছিল বিশ্ব। তেমনই এক পোকেমন দাদু পাওয়া গেছে এখন।চেন স্যান ইউন নামের তাইওয়ানের ওই দাদুর বয়স ৭২। এর আগে ২০১৮ সালেও একবার পথে পথে তাকে পোকেমন খুঁজতে দেখা গেছে ১৫টি মোবাইল নিয়ে। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন দাদু।এবার তিনি একটি বাইসাইকেলে ময়ূরের পেখমের আদলে ৬৪টি স্মার্টফোন বেঁধেছেন। আর সেই সাইকেল নিয়েই তাইপের রাস্তায় পোকেমন খুঁজে চলেছেন ‘পোকেমন দাদু’।এক বছর আগেই তার স্মার্টফোনের সংখ্যা ছিল ৪৫টি। যা নিয়ে পোকেমন খুঁজে বেড়াতেন তিনি।২০১৮ সালে পোকেমন খেলার হাতেখড়ি এই দাদুর। শিখেছিলেন তার এক নাতির কাছে। তারপর নিজেই ইতিহাস গড়তে শুরু করেছেন।চেন ইউন-এর এমন কর্মকাণ্ড দেখে অনেকের মাথায় নাকি মজার সব প্রশ্ন দেখা দিয়েছে।তিনি এতোগুলো ফোন কিননতে কত টাকা খরচ করেছেন?এসব ফোনের প্রতিমাস কত টাকা বিল আসে?এভাবে রাস্তায় চলাচলে কোনো ট্রাফিক আইন লঙ্ঘন হয় না?এসবের চার্জিং ব্যবস্থা কিভাবে সামলান তিনি?আর কিভাবেই বা তিনি মাল্টি টাস্কিং করে পথে চলতে চলতে?প্রশ্ন অনেক থাকলেও পোকেমন দাদুর সেদিকে লক্ষ্য করার সময় কই, তার যে ৬৪ স্মার্টফোনে তাকাতে হবে, ধরতে হবে পোকেমন!

অন্যদের সাথে শেয়ার করুন:

0 টি মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে কমেন্ট করুন ??

সহজেই ডট কম কী?