সহজেই ডট কম https://shohozeii.blogspot.com/2020/06/blog-post_30.html

ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিলো কোকা কোলা



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক পোস্টের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার মাশুল দিতে হবে ফেইসবুককে।

গত ১৭ জুন কয়েকটি সংগঠন ফেইসবুককে বর্জনের ডাক দিয়ে ক্যাম্পেইনিং শুরু করে। তাদের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ফেইসবুকে ডিজিটাল বিজ্ঞাপনের প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। এ তালিকায় আছে ইউনিলিভার, কোকা-কোলা, ভেরিজন, হোন্ডা ও বেন অ্যান্ড জেরিসের মতো কোম্পানি।

কোমল পানীয় কোকা-কোলার সিইও জেমস কুয়েন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, আগামী ৩০ দিনের জন্য ফেইসবুকে সব ধরণের ডিজিটাল বিজ্ঞাপন দেখানো তারা বন্ধ করবে। ১ জুলাই থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। ইউনিলিভার ও ভেরিজনও আগামী ১ মাস বিজ্ঞাপন প্রচার করবে না বলে জানা গেছে।

জর্জ ফ্লয়েড ইস্যুতে ট্রাম্পের হুমকিমূলক বক্তব্য না সরানোতে ফেইসবুককে বর্জনের আহবান জানায় এডিএল, এনএএসিপি ও কালার অব চেঞ্জ নামের কয়েকটি সংগঠন। এই আহবানে এখন পর্যন্ত সাড়া দিয়েছে ছোট বড় ১০০ কোম্পানি।

গত ২৫ মে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। কিন্তু কৃষ্ণাঙ্গ জনগণের প্রতিবাদকে তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ফেইসবুক ও টুইটারে পোস্ট দেন। ট্রাম্পের কিছু টুইটকে হুমকিমূলক বলে ঘোষণা দেয় টুইটার। কিন্তু মার্ক জাকারবার্গ তার প্ল্যাটফর্ম থেকে কোনো পদক্ষেপ নেননি।

এ ঘটনার পর কয়েকজন ফেইসবুক কর্মী ‘ভার্চুয়াল ওয়াকআউট’ করে প্রতিবাদ জানান। তবে তাতে কোনো লাভ হয়নি। ট্রাম্পের পোস্টে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তে অটল থাকেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। তবে এবার সংগঠনগুলোর ক্যাম্পেইনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে ফেইসবুককে।

অন্যদের সাথে শেয়ার করুন:

0 টি মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে কমেন্ট করুন ??

সহজেই ডট কম কী?